Wednesday, January 15, 2025

ছড়াঃ ধুত্তোরিকা- অচিন্ত্য সুরালঃউত্তরাধিকারঃ ওয়েব সাহিত্য পুরস্কার ২০১৭

2017-sharodia-chhawra-achintya-pinaki-dhutterika

ধুত্তোরিকা

অচিন্ত্য সুরাল

বন্ধ ঘরে করছি পড়া
পড়তে হবেই, কী আর করা !

কিন্তু দেখ জানলা দিয়ে—
নিমগাছে এক সবুজ টিয়ে
আমার দিকেই মুখ ফিরিয়ে
করছে কেবল নড়াচড়া ।
করুক গিয়ে কী আর করা !

তাকিয়ে থাকার উপায়টা কী
অঙ্ক কষা অনেক বাকি
জোর বকুনি পড়বে নাকি !
মা যে আমার বড্ড কড়া ।
থাকগে’ বাবা, কী আর করা ।

ঐ দেখ ফের, কী বোম্বেটে
হাওয়ায় যেন সাঁতার কেটে
আহ্লাদে ও পড়ছে ফেটে
ভাবখানা হামবড়া
লোভ দেখালেও— কী আর করা !

দেখছ ওটা কী সেয়ানা,
শিস দিয়ে আর ঝাপটে ডানা
পড়তে আমায় করছে মানা
দু ঠোঁট শয়তানিতে ভরা
ডাকছে কাছে— কী আর করা !

ধুত্তোরিকা অঙ্ক না ছাই
ঢুকছে না আর কিছুই মাথায়
টিয়ার ছবি এঁকে খাতায়
দুমড়িয়ে দিই অঙ্ক করা ।

না বোল না, কী আর করা !

ছবিঃ পিনাকী দত্ত

error: Content is protected !!
Verified by MonsterInsights