ফেসবুক কল্পবিজ্ঞান গ্রুপের জন্ম
লেখক:
শিল্পী:
কল্পবিজ্ঞান নিয়ে কথা বলতে গেলে সবাই প্রথমে যে ভুলটা করে, সেটা হল এই বিষয়গুলিকে কেবল ‘শিশু-কিশোরের উপযোগী’ বলে চিহ্নিত করে দেওয়া, যা চূড়ান্ত ভুল সিদ্ধান্ত। সারা পৃথিবী জুড়েই এই জঁরটিকে নিয়ে যে সমস্ত কাজ হয়েছে, আজও হয়ে চলেছে, তা রীতিমতো বহুস্তরীয় ও সিরিয়াস। আইজ্যাক আসিমভ, আর্থার সি ক্লার্ক, রে ব্র্যাডবেরি, হালের গিবসন, আর্টুড বা স্কট… কেবল বিদেশেই বা কেন, আমাদের দেশে, বাংলা ভাষাতেও সত্যজিৎ রায় থেকে প্রেমেন্দ্র মিত্র, অদ্রীশ বর্ধন, সিদ্ধার্থ ঘোষ, অনীশ দেব বা অভিজ্ঞান রায়চৌধুরি বিভিন্ন সময়ে এই বিষয়গুলিকে নিয়ে কাজ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, অদ্রীশ বর্ধনের সম্পাদনায় ‘আশ্চর্য’ (ভারতবর্ষের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা), ‘ফ্যানটাস্টিক’ কিংবা রণেন ঘোষের সম্পাদনায় ‘বিস্ময়’-এর মতো পত্রিকা আজকাল আর নেই। বাংলা ভাষায় কল্পবিজ্ঞান চর্চার ধারাটা ইদানীং কেমন যেন ম্লান। সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্রুপ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে আলাপ-আলোচনা-তর্কের মধ্যে দিয়ে সেই স্তিমিত স্রোতে খানিক ঢেউ খেলানো যায়। এই গ্রুপ আমাদের কাছে বাংলা তথা সারা বিশ্বের কল্পবিজ্ঞানের পাঠকদের এক হওয়ার জায়গা। আমরা চাই কল্পবিজ্ঞান নিয়ে নতুন করে আলোচনা আর তর্কের ভেতর দিয়ে নতুন লেখার আবহ তৈরি হয়ে উঠুক। কল্পবিজ্ঞান যে কেবলমাত্র বহু ব্যবহারে জীর্ণ উড়নচাকি আর অবান্তর লেজার রশ্মি ছুড়ে বিপক্ষকে অদৃশ্য করে দেওয়ার মধ্যেই আবদ্ধ নেই, বরং তা যে নিজের ভিতরে দর্শন, সমাজ ও ইতিহাস চেতনা এই সবকিছুকে বিজ্ঞানের সঙ্গে মিশিয়ে এক আশ্চর্য শিল্প নির্মাণ করতে পারে, আসুন নতুন করে উপলব্ধি করি আমরা। আসুন সুজন, গড়ে তুলি কল্পনার এক নতুন পৃথিবী। জয় হোক নতুন দিনের বাংলা কল্পবিজ্ঞানের। গ্রুপ লিংক – https://www.facebook.com/groups/1413137809007509/ |