সম্পাদকীয়
লেখক: টিম কল্পবিশ্ব
শিল্পী: টিম কল্পবিশ্ব
‘Laughter is the shortest distance between two people.’
এই বিখ্যাত উক্তি ড্যানিশ-মার্কিন কমেডিয়ান ভিক্টর বর্জে-র। গবগবিয়ে হেসে ওঠার মধ্যে যে মুক্তি আছে মানুষের অন্যান্য অভিব্যক্তির মধ্যে তেমনটা খুঁজে পাওয়া দুস্কর। কল্পবিজ্ঞান জীবনেরই গল্প বলে, মানুষেরই গল্প বলে। তাই হাসিকে বাদ দিয়ে তারও মুক্তি নেই। সহজপাচ্য হাসির কাহিনিই অনেক সময় অনেক জটিল প্রশ্ন পাঠকদের মনের ব্ল্যাকবোর্ডে এঁকে দিয়ে যায় আনমনে। তেমনই কিছু ভাব-ভাবনারা আলো-আঁধারি মাখানো হাসির গল্প নিয়ে হাজির হল এবারে কল্পবিশ্বের বিশেষ হাস্যরস সংখ্যা। কলম ধরলেন বেশ কিছু নবীন ও প্রবীণ লেখক। দেখা যাক, তাঁদের মিঠেকড়া হাসির গল্প ক-জন পাঠককে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল?
নামে হাস্যরস সংখ্যা হলেও, কল্পবিশ্বের ঝুড়িতে আছে আরও অনেক চমক। প্রথাগত সিরিয়াস কল্পবিজ্ঞানের গল্প ও প্রবন্ধ যেমন আছে, তেমনি আছে দেশি-বিদেশি বইয়ের তথ্যনিষ্ঠ সিরিয়াস আলোচনাও। এবারের সংখ্যার প্রচ্ছদ করেছেন আমাদের বন্ধু ও সহযোদ্ধা উজ্জ্বল ঘোষ। ব্যস্ত জীবনের সমস্ত দায় ও দায়িত্ব মেটাবার পরেও আমাদের দাবি হাসিমুখে মেনে নিয়ে এমন চমৎকার প্রচ্ছদ আমাদের উপহার দিয়ে তিনি আমাদের কৃতজ্ঞতাপাশে বেঁধেছেন। সেই সঙ্গে ধন্যবাদ প্রাপ্য শ্রীমান দীপ ঘোষেরও। এ আই-এর সাহায্য নিয়ে ম্যাগাজিনকে চিত্রবিচিত্র ছবি দিয়ে সাজানোর দায়িত্ব তিনি সাফল্যের সঙ্গে পালন করেছেন। ধন্যবাদ রইল সেই পাঠকদের প্রতিও, যাঁদের ক্রমাগত উৎসাহ এবং ভালোবাসা ছাড়া আমাদের এই কর্মযজ্ঞ চালিয়ে যাওয়া অসম্ভব হত।
এই প্রসঙ্গে কয়েকটি সুখবর জানিয়ে রাখি, গত বইমেলায় প্রথমবারের মতো বাংলা ভাষায় কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি ধারায় উল্লেখযোগ্য অবদানের জন্য কল্পবিশ্বের তরফ থেকে লেখক, সম্পাদক, অনুবাদক ও সাহিত্যিক দেবজ্যোতি ভট্টাচার্য মহাশয়কে যেমন অদ্রীশ বর্ধন স্মৃতি পুরস্কার ‘আশ্চর্য!’ দ্বারা ভূষিত করা হয়েছে, তেমনি আরেকজন নবীন সাহিত্যিক সোহম গুহ-র হাতে তুলে দেওয়া হয়েছে রণেন ঘোষ স্মৃতি পুরস্কার ‘বিস্ময়!’ প্রতিশ্রুতির তরফ থেকে— দুজনের হাতে পুরস্কার ও অর্থমূল্য তুলে দেবার কাজটি সমাধা হল প্রেস কর্নারে, একটি ছোট্ট মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। দ্বিতীয়ত, প্রখ্যাত কিশোর সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়ের বেশ কিছু কল্পবিজ্ঞান আশ্রিত গল্পকে ‘সটীক’ রূপে দুই মলাটে বন্দি করে প্রকাশ করতে চলেছে কল্পবিশ্ব প্রকাশনী। সম্পাদনা এবং টিকা লেখার কাজে হাত দিয়েছেন প্রখ্যাত হেমেন্দ্র বিশেষজ্ঞ শ্রদ্ধেয় প্রদোষ ভট্টাচার্য্য মহাশয়। খুব শিগগিরই বইটি পাঠকের হাতে তুলে দেওয়া যাবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত।
আরও অনেক গল্প-কাহিনি-প্রবন্ধ এবং বেশ কিছু চমকে দেওয়া খবর নিয়ে আবার আমাদের দেখা হবে কল্পবিশ্বের পরবর্তী সংখ্যায়। ততদিনের জন্য জানিয়ে গেলাম শুভকামনা এবং শুভেচ্ছা!
ধন্যবাদান্তে,
কল্পবিশ্ব সম্পাদকমণ্ডলী
Tags: অষ্টম বর্ষ প্রথম সংখ্যা, টিম কল্পবিশ্ব, সম্পাদকীয়