অন্য আকাশ
লেখক: নির্মাল্য সেনগুপ্ত
শিল্পী:
এই যে এত আকাশ ভরা মেঘের কুঁচি, তারা
তাদের কাছে ঘুড়ির মত ছিটকে যেতে পারি
দেখতে যাব, অন্য গ্রহের অন্য কারো পাড়া
দেখতে যাব, কেমন করে সাজায় তারা বাড়ি
বৃষ্টি পড়ে আগুন হয়ে, বাষ্প জমে ছাদে
ঝড়ের সাথে যখন তখন নীলচে কালো হাওয়া
ধূমকেতুদের মিছিল বেরোয়, একশ খানা চাঁদের
জোৎস্না এসে দেখিয়ে দেবে আমার আসা যাওয়া
আমি তখন সেই দেশেরই রাজার কাছে গিয়ে
জানতে চাইব গ্রীষ্মকালীন আবহাওয়ার খবর
কখন তারা ঘুমোতে যায়, কিভাবে হয় বিয়ে
মৃত্যু হলে কাদের পোড়ায়, কাদেরকে দেয় কবর
যেখানে রোজ সূর্য এলে ঘুমিয়ে পড়ে লোকে
যেখানে রাত নামলে সবাই কাজের জন্য ছোটে
যেখানে কোনও ধর্ম নেই, সবাই সবার চোখে
সমান থাকে, এমনই গান আটকে থাকে ঠোঁটে
নেই সেখানে খিদের চিন্তা, খুনখারাপির ভয়
সেখানে রোজ সন্ধ্যে হলে কাব্য লেখা হয়
অন্য রঙের আকাশ জুড়ে লক্ষ কোটি তারা
আতসবাজির মতন ভেসে বেড়াচ্ছে উল্কারা
রাজা এসে আমায় দেখে আদর যত্নতে
বলবে ‘এস, আমার গ্রহে, আরাম করে থাকো
অজস্র প্রেম মাটির ঘ্রাণে, নদীর চোরা স্রোতে
ভালবাসার হাওয়ায় হাওয়ায় দুলতে থাকে সাঁকো
সেই গ্রহতে পালিয়ে যাব, পালাব নিয়ে তোকে
লক্ষ আলোকবর্ষ শেষে নতুন কোনও ঘরে
নতুন করে চিনিয়ে দেব চন্দ্র সূর্যকে
যেখানে আজও জন্ম নিতে পারেনি ঈশ্বরে…
Tags: কবিতা, দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা, নির্মাল্য সেনগুপ্ত, পূজাবার্ষিকী