কল্পবিজ্ঞান পরিভাষা কোষ
লেখক: সন্তু বাগ
শিল্পী: সন্তু বাগ
কল্পবিজ্ঞান পরিভাষা কোষ
সংকলক – সন্তু বাগ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০১৭ সালে আমাদের কল্পবিজ্ঞান গ্রুপে একটি খেলার আয়োজন করা হয়েছিল। খেলাটি আয়োজন করেছিলেন কল্পবিশ্বের অন্যতম সম্পাদক দীপ ঘোষ। খেলাটি হল বিভিন্ন প্রচলিত ইংরেজি কল্পবিজ্ঞান শব্দের বাংলা প্রতিশব্দ তৈরির খেলা। ৩০টি ইংরেজি শব্দ দেওয়া হয়েছিল প্রতিশব্দ তৈরির খেলায়। অনেকেই নিজের মতো করে সেগুলোর বাংলা প্রতিশব্দ বানিয়েছেন। আমরা এখানে দেখে নেব কি ছিল সেই ৩০টি শব্দ—
১) Alien
২) Android
৩) Blaster
৪) Cryogenics
৫) Cyberspace
৬) Dystopia
৭) First Contact
৮) Force Field
৯) Multiverse
১০) Hive Mind
১১) Parallel Universe
১২) Telepathy
১৩) Teleportation
১৪) Terraforming
১৫) Cyberpunk
১৬) Alternate history
১৭) Anti-gravity
১৮) Ansible
১৯) Beam up
২০) Stargate
২১) Body snatchers
২২) Hologram
২৩) Biosphere
২৪) Cloaking device
২৫) Shapeshifter
২৬) Cyborg
২৭) Mind control
২৮) Earthborn
২৯) Spacer
৩০) Empathy
এবার আমরা দেখে নেব অংশগ্রহণকারীদের মধ্যে কে কি বাংলা প্রতিশব্দ তৈরি করেছিলেন।
সোনাল দাস –
১১) Parallel Universe – সমান্তরাল জগৎ
সুদীপ দেব –
১) Alien – বিগ্রহী
সোমদেব ঘোষ –
১) Alien – ভিনগ্রহী
২) Android – নকলমানুষ
৩) Blaster – দুমপটাশ
৪) Cryogenics – হিমতত্ত্ব
৫) Cyberspace – কম্পুস্থল
৭) First contact – চাবিস্কুট
৯) Multiverse – বহুব্রহ্মান্ড
১০) Hive Mind – মনচাক
১১) Parallel Universe – বিম্বব্রহ্মাণ্ড/আয়নাবিশ্ব/পড়শিবিশ্ব
১২) Telepathy – চিন্তাবাক
১৩) Teleportation – সটানযাত্রা
১৪) Terraforming – ধরাসাজ
নিলয় সরকার –
৬) Dystopia – বিষাদভূবন
১২) Telepathy – মন অন্বেষণ
১৩) Teleportation – দুরভাষ-স্থানান্তকরন
১৪) Terraforming – বাসযোগ্যকরণ
যশোধরা রায়চৌধুরী –
১) Alien – ভিনগ্রহী
২) Android – যন্ত্রমানব
৪) Cryogenics – হিমতত্ত্ব
৫) Cyberspace – নেটদুনিয়া
৬) Dystopia – নরক
রূপক ঘোষ –
৩) Blaster – বিধ্বংসী
৯) Multiverse – বহুজগৎ
১১) Parallel Universe – সমান্তরাল বহির্বিশ্ব/বিশ্বজগৎ
সৌমিক নাগ –
৮) Force Field – বলক্ষেত্র
১৪) Terraforming – ভূমি-পূর্নগঠন
১৬) Alternate history – একান্তর ইতিহাস
২১) Body snatchers – দেহছিন্তাইবাজ
২৬) Cyborg – যন্ত্রজীব
দেবজ্যোতি ভট্টাচার্য –
১) Alien – ভিনগ্রহী
২) Android – নর্তুল
৩) Blaster – দরকার নেই। শটগান, রাইফেল, পিস্তল, রিভলভার এগুলোর মত এটাও বাংলা।
৪) Cryogenics – হিমবিদ্যা
৫) Cyberspace – অলীকক্ষেত্র
৬) Dystopia – প্রতিস্বর্গ
৭) First Contact – প্রথম আলাপ
৮) Force Field – শক্তিক্ষেত্র
৯) Multiverse – বহুবিশ্ব
১০) Hive Mind – যৌগমন
১১) Parallel Universe – সমান্তরাল বিশ্ব
১২) Telepathy – দূরমানস
১৩) Teleportation – কণাপরিচলন
১৪) Terraforming – ধরিত্রীকরণ
১৫) Cyberpunk – তথ্যকীট
১৬) Alternate history – বিকল্প ইতিহাস
১৭) Anti-gravity – প্রতিকর্ষ
১৮) Ansible – আলোকভাষ/দ্রুতভাষ/অতিভাষ
১৯) Beam up // ১৯) Beam down – আরশ্মন/অবরশ্মন
২০) Stargate – তারকাদ্বার
২১) Body snatchers – তঞ্চোর
২৩) Biosphere – প্রাণবৃত্ত
২৪) Cloaking device – অদর্শনযন্ত্র
২৫) Shapeshifter – অনন্তদেহী
২৬) Cyborg – যন্ত্রসংকর
২৭) Mind control – মনোনিয়ন্ত্রণ
২৮) Earthborn – পৃত্থ্বীজ
২৯) Spacer – ব্যোমজ
৩০) Empathy – সমমর্মিতা
সাগরিকা রায় –
১) Alien – অনাবাসী
২) Android – কলমানুষ
৩) Blaster – বিধ্বংসী
৪) Cryogenics – হিমকথা
৫) Cyberspace – নেটিয়া
৬) Dystopia – বিষাদ গ্রহ
৮) Force Field – শক্তি ফিতে
১১) Parallel Universe – হুবহু দুনিয়া
১২) Telepathy – মনে ঢোকা
১৪) Terraforming – বসবাসের যোগ্য করা
১৬) Alternate history – বিকল্পী ইতিহাস
১৭) Anti-gravity – মাধ্যাকর্ষণবিরোধী
সুপ্রিয় দাস –
১) Alien – ভিনগ্রহী
২) Android – যন্ত্রানব
৩) Blaster – বিদীর্নক
৪) Cryogenics – হীমোত্তরবাদ
৫) Cyberspace – সাংখ্যজগত
৬) Dystopia – ক্ষয়লোক
৮) Force Field – শক্তিক্ষেত্র
৯) Multiverse – অনন্তবিম্ব-বিশ্ব
১০) Hive Mind – সমষ্টি মানস
১১) Parallel Universe – সমান্তরাল-বিশ্ব
১২) Telepathy – পরামানসিকতা
১৪) Terraforming – পার্থিবায়ন
১৬) Alternate history – বিকল্প যুগ
১৭) Anti-gravity – অনভিকর্ষ
২০) Stargate – নক্ষত্রান্তরপথ
21) Body snatchers – স্বত্বাপহক
দিগন্ত ভট্টাচার্য –
১৬) Alternate history – ইতিহাসান্তর
১৯) Beam up – প্রক্ষেপণ
২২) Hologram – ত্রৈচিত্র
সুমিত বর্ধন –
১) Alien – ভিন্নর (ইয়ে, এলিয়েন অন্য গ্রহ থেকেই আসবে তার মানে নেই, তাই আর কি ! কিম্+ নর = কিন্নর , অর্থাৎ এ কি মানুষ, সুতরাং ভিন্ন + নর = ভিন্নর)
৩) Blaster – বিস্ফোটাস্ত্র
১০) Hive Mind – ঐক্য-মন
১১) Parallel Universe – সম-ব্রহ্মাণ্ড
১৩) Teleportation – নিমেষ ভ্রমণ
১৬) Alternate history – কল্পইতিহাস
১৭) Anti-gravity – প্রতিকর্ষ
১৮) Ansible – ব্যোমদ্বার
২০) Stargate – আসমান ফটক
২১) Body snatchers – বপুহর
২৪) Cloaking device – গায়েবী কল / গায়েব যন্ত্র
২৯) Spacer – ব্যোমবাসী / গাগনিক
পার্থ মুখার্জী –
৭) First Contact – অগ্রামর্শ
১৬) Alternate history – আনুকল্পিক ইতিবৃত্ত
১৯) Beam up – ঘটমান যুগন্ধর
২০) Stargate – নাক্ষত্র দ্বার
২২) Hologram – সমপ্রকৃতিচিত্র
২৪) Cloaking device – গাত্রাবরণক
২৮) Earthborn – পার্থিবজ
২৯) Spacer – মহাশূন্যিক
৩০) Empathy – সহমর্মিতা
শিল্পী রায় –
১১) Parallel Universe – সমান্তরাল ব্রহ্মাণ্ড
২২) Hologram – ত্রিমাত্রিক প্রতীক
২৩) Biosphere – জীবমণ্ডল
২৫) Shapeshifter – ইচ্ছাকৃতিপরির্বতক
২৬) Cyborg – কল্পজীব
দীপক দাস –
৫) Cyberspace – অসীমস্থান / ব্রহ্মবিশ্ব
১২) Telepathy – মনোযোগ
নীলাচল বৈদ্য –
১) Alien – ভিন গ্রহী
২) Android – মানুষ রোবোট
৩) Blaster – বিস্ফোরন
৪) Cryogenics – হিমতত্ব
৫) Cyberspace – নেট দুনিয়া
৭) First Contact – প্রথম দেখা
৮) Force Field – শক্তিক্ষেত্র
৯) Multiverse – বহুবিশ্ব
১১) Parallel Universe – সমান্তরাল বিশ্ব
১২) Telepathy – মনসংযোগ
১৩) Teleportation – দূর-পরিবহন
১৫) Cyberpunk – নেট পাগল
১৬) Alternate history – প্রতি ইতিহাস
১৭) Anti-gravity – পরা মহাকর্ষ
১৯) Beam up – লক্ষে রাখা
২০) Stargate – তারার দরজা
21) Body snatchers – শরীর দস্যু
22) Hologram – ত্রি-মাত্রিক
২৩) Biosphere – জীব আধার
২৪) Cloaking device – অদৃশ্য আলোয়ান
২৫) Shapeshifter – কায়া পরিবর্তন
২৬) Cyborg – সঙ্করমানুষ
২৭) Mind control – মন চালনা
২৮) Earthborn – পৃথ্বিমানব
সোহম গুহ –
৯) Multiverse – অগণ্যবিশ্ব
১১) Parallel Universe – সমান্তরাল প্রতিবিশ্ব
১৪) Terraforming – স্থানরূপান্তর
১৫) Cyberpunk – অনার্ষপ্রয়োগ
২১) Body snatchers – পরদেহারক
২২) Hologram – শুন্যমাত্রিক চিত্র
২৬) Cyborg – অন্যযান্ত্রিক
গৌতম মণ্ডল –
১) Alien – অপার্থিব
২) Android – মনুযন্ত্র
৩) Blaster – বিস্ফারক
৪) Cryogenics – শৈত্যবিদ্যা
৫) Cyberspace – গণকবিশ্ব
৬) Dystopia – প্রতিস্বর্গ/নারকীয়
৭) First Contact – প্রথম পরিচয়
৮) Force Field – বল ক্ষেত্র
৯) Multiverse – বহুবিশ্ব
১০) Hive Mind – মনসম্মেলন
১১) Parallel Universe – সমান্তরাল বিশ্ব
১২) Telepathy – চিন্তাপাঠ
১৩) Teleportation: ভাবনাযাত্রা
১৪) Terraforming – পৃথ্বিনির্মান
১৫) Cyberpunk – যন্ত্র উন্মাদনা
১৬) Alternate history – অন্যক্রম
১৭) Anti-gravity – অভিকর্ষ
১৮) Ansible – আলোকবার্তা
২০) Stargate – নক্ষত্রদ্বার
21) Body snatchers – রূপচোরা
22) Hologram – ত্রিমাত্রিক প্রক্ষেপন
২৩) Biosphere – জীবমন্ডল (সৌ: পাঠ্যবই)
২৪) Cloaking device – অদৃশ্যকরণী
২৫) Shapeshifter – রূপান্তরিক
২৬) Cyborg – যন্ত্রমানব
২৭) Mind control – মগজ নিয়ন্ত্রণ/চিন্তা নিয়ন্ত্রণ
২৮) Earthborn – পার্থিব
২৯) Spacer – শূন্যবাসী/নভোচারী
৩০) Empathy – সহমর্মিতা
Tags: কল্পবিজ্ঞান পরিভাষা কোষ, তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা, পূজাবার্ষিকী, বিশেষ আকর্ষণ, সন্তু বাগ
লেখকরা নিজস্ব মতামত দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কোন শব্দগুলো বেছে নেওয়া হল, সেটা পরিষ্কার নয়।
চমকপ্রদ উদ্যোগ। বেশ কিছু সুন্দর পারিভাষিক শব্দ উঠে এসেছে। অনেকেই উপকৃত হবেন নি:সন্দেহে।