ক্যুইজ-৪
লেখক: কল্পবিশ্ব সম্পাদকমন্ডলী
শিল্পী:
কল্পবিশ্বের তৃতীয় সংখ্যার কুইজের উত্তর কেউ সম্পূর্ণ ঠিক দিতে পারেননি।
১) লাভক্রাফটিয়ান ইউনিভার্সের বিখ্যাত কাল্পনিক বই নেক্রোনমিকনের লেখক কে?
২) লাভক্রাফটের বহু গল্পের পটভূমি আর্কহ্যাম শহর কোথায় অবস্থিত?
৩) ১৯৮২ সালে নির্মিত বিখ্যাত হরর ছায়াছবি ‘দ্য থিং’ এর লেখক কে?
৪) নিচের ছবিটি কোন ছায়াছবির দৃশ্য?
৫) অনেকের মতে ১৯৭৭ সালে নির্মিত এই ছবিটি বাংলা ভাষায় প্রথম বিজ্ঞানভিত্তিক কমেডি। কোন ছবি?
৬) নিচের ছবিটি এক যুগান্তকারী কল্পবিজ্ঞান উপন্যাসের প্রচ্ছদ। কোন উপন্যাস?
৭) কোন বিখ্যাত কল্পবিজ্ঞান চলচ্চিত্রের নাম তার প্রযোজকরা প্রথমে রাখতে চেয়েছিল ‘দ্য স্পেসমেন ফ্রম প্লুটো’?
৮) জেমস ক্যামারুন তার বিখ্যাত ‘অবতার’ ছবিটি বানানোর প্রেরণা কোথা থেকে পেয়েছিলেন?
৯) কোন পৃথিবী বিখ্যাত লেখক তার প্রথম কল্পবিজ্ঞান উপন্যাস ‘ব্যাচম্যান’ ছদ্মনামে লিখেছিলেন?
১০) ভবিষ্যতে উচ্চপ্রযুক্তি সম্পন্ন মানব সভ্যতার সামাজিক অধঃপতন কে ভিত্তি করে লেখা কল্পবিজ্ঞান গল্পগুলিকে একটা বিশেষ গোত্রে বা জঁরে শ্রেণীভুক্ত করা হয়। এই গোত্র বা জঁর-এর নাম কি?
উত্তর পাঠানোর নিয়মাবলীঃ
সব কটি প্রশ্নের উত্তর সঠিক হলেই আপনার পাঠানো উত্তর গ্রাহ্য হবে।
উত্তর kalpabiswa.kalpabijnan@gmail.com এই ইমেল আইডি তে পাঠান।
ইমেলের সাবজেক্টে “KB Issue 1.4 Quiz” উল্লেখ করবেন।
প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে।
আগের সংখ্যার কুইজের উত্তর –
১) নিকোলাস মেয়ার
২) মারিয়া
৩) ম্যানুয়াল পোর্টেবল টাইপরাইটার
৪) ৪২
৫) কুন্তলীন তেল
৬) ত্রিপুরেশ্বর শঙ্কু – বাবা, বটুকেশ্বর শঙ্কু – প্রপিতামহ
৭) মহম্মদ জাফর ইকবাল
৮) কুকুর, কুমির, বাঘ, হাতি ও পেঙ্গুইনের ডাকের শব্দ মিলিয়ে
৯) লর্ড অফ দ্য রিংস ছবির গোল্লাম চরিত্রটি
১০) ম্যাট্রিক্স চলচ্চিত্রটিতে। যানটির নাম ছিল নেবুকাডনেজার।
Tags: কল্পবিশ্ব সম্পাদকমণ্ডলী, ক্যুইজ, প্রথম বর্ষ চতুর্থ সংখ্যা