Wednesday, January 15, 2025
প্রবন্ধবিশেষ আকর্ষণ

ফ্র্যাঙ্কেনস্টাইনের ‘দানব’ এর বিবর্তন

3 thoughts on “ফ্র্যাঙ্কেনস্টাইনের ‘দানব’ এর বিবর্তন

  • একটা বড়ো ক্যানভাসে বিস্তৃত ফ্রাঞ্চাইসিটা তুলে এনেছে এই রচনা। দুশো বছর আগের সেই ছায়া শরীরকে ঘিরে বিস্তৃত বর্ণালী সার্থকভাবে ফিরে দেখা।

    Reply
  • দেবাশিস মুখোপাধ্যায়

    চমৎকার তথ্যপূর্ণ দৃষ্টিসুখ নিবন্ধ। দারুণ!

    ১৯৫০/৬০ এর দশকে বাংলায় এই উপন্যাসটির অনুবাদ বেরিয়েছিল বলে মনে হয়। সেই বইয়ের প্রচ্ছদের ছবিটা দেখতে পেলে বেশ হত।

    Reply
  • আপনার লেখা এই প্রথম পড়বার সুযোগ পেলাম দেবজ্যোতি বাবু । চমৎকৃত হলাম ।
    অলংকরণে, নাটকে, ছায়াচিত্রে, কমিকসে দানব মহাশয়ের অনায়াস বিচরণের এ এক পুঙ্খানুপুঙ্খ ছবি !
    একটি ক্ষুদ্র অপ্রাসঙ্গিক সংযোজন ।
    শরৎ সাহিত্য ভবন থেকে একসময় প্রকাশিত হতো ‘অনুবাদ সিরিজ’ ।
    সিরিজের প্রথম বইটি ‘মানুষের গড়া দৈত্য’ । ফ্র্যাঙ্কেনস্টাইন-এর বঙ্গীকরণ ।
    লেখক – বলাই বাহুল্য – স্বয়ং হেমেন্দ্রকুমার রায় ।
    চারু সেন বিচিত্রিত সেই গ্রন্থের অলংকরণে কিন্তু কার্লফ সাহেবের তেমন ছায়া পড়েনি ।

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights