Wednesday, January 15, 2025
উপন্যাস

ম্যাজিক বাক্স

7 thoughts on “ম্যাজিক বাক্স

  • অসাধারণ লাগল। বৈজ্ঞানিক দিকটা নিয়ে তো কোনও কথা হবে না। প্রধান চরিত্রের মানসিক টানাপোড়েনও খুব খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। পড়তে খুব ভালো লাগছিল। মানে এক কথায় আমি মুগ্ধ।

    তবে শেষটা একটু তাড়াহুড়ো করে হল মনে হল।
    এত কিছু হারানোর পরে শুভজিতের ক্যাথারসিস যেন বড্ড সহজে হল। গল্পের স্রোতের সঙ্গে মানালো না।

    Reply
  • সোহম

    তারামাছ পড়ার পরে লেখকের পরবর্তী কাজের উপরে আগ্রহ বেড়েছিল। লেখক নিরাশ করেননি। রিভিউ আমার সাজে না, কিন্তু কাহিনীটার আরো বিকাশের সুযোগ ছিল (অবশ্য এই একই রোগে আমিও দুষ্ট)।

    Reply
  • গল্পটি খুব ভাল লাগল দাদা। বৈজ্ঞানিক ব্যখ্যা এবং মানসিক টানাপোড়েনের মিশেল।

    Reply
  • দীপাঞ্জন মুখার্জী

    আমার পড়া এই বছরের অন্যতম সেরা বড় গল্প( যদিও উপন্যাস বলে উল্লেখ আছে, তবুও আংগিক বিচার করলে এটিকে বড় গল্প বলাই যুক্তিযুক্ত।) । তবে শেষ টা যদি হঠাৎ করে না হতো বা শেষ টা ছোট গল্প সুলভ না হতো বা শুভজিতের চরিত্রের বিবর্তন এত দ্রুত না হতো তাহলে এটি বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের একটি অন্যতম সেরা উপন্যাস হতে পারত। লেখকের প্রতি প্রত্যাশা অনেক টা বেড়ে গেল। ভবিষ্যতে এই রকম আরো রত্ন তার থেকে পাব বলে আশা রাখি।

    Reply
  • Arunachal Dutta Choudhury

    বড় ভালো। এর বেশি মন্তব্য করার মত সাহিত্য বা বৈজ্ঞানিক জ্ঞান আমার নেই।
    শেষের ওই ‘গল্প শেষ হয় না’ কথা কটির ভেতর লুকিয়ে থাকা সত্যিটা অনতিক্রম্য।

    Reply
  • Shanku Goswami

    মুগ্ধ

    Reply
  • Md. Samsur Rahman

    ভাই গল্পটা এক কথায় অসাধারণ।

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights