যাত্রাশুরু ‘সেরা কল্পবিশ্ব-২০১৬’
লেখক: কল্পবিশ্ব সম্পাদকমণ্ডলী
শিল্পী:
প্রিয় পাঠক,
আপনাদের প্রিয় পত্রিকা ‘কল্পবিশ্ব’২০১৬-এর জানুয়ারি মাসে পথচলা শুরু করে আজ অনেকটা পথ অতিক্রম করে এসেছে। আমাদের এই চলার পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ন ও আনন্দের পর্যায় আমরা পার করে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০১৭-এ। এই বইমেলায় আমরা প্রথম আত্মপ্রকাশ করেছি বৈদ্যুতিন আকার-এর পাশাপাশি ছাপার হরফেও। প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব ওয়েব-ম্যাগাজিনের প্রথম বর্ষের নির্বাচিত কিছু লেখা নিয়ে একটি সংকলন, ‘সেরা কল্পবিশ্ব-২০১৬’।
আমাদের পরম সৌভাগ্য যে ‘সেরা কল্পবিশ্ব-২০১৬’-এর পথ চলা শুরু হয়েছে বাংলা বিজ্ঞান তথা জঁর সাহিত্যের দুই স্তম্ভ শ্রী রণেন ঘোষ ও শ্রী অমিতানন্দ দাস –এর হাত ধরে।
এই সংকলন প্রকাশের মুহূর্ত আমাদের কাছে আরো স্মরণীয় হয়ে থাকবে আরো একটি কারণে। এই আনন্দঘন মুহুর্ত আমরা উদযাপন করেছি বাংলা ভাষায় অত্যন্ত জনপ্রিয় আরো দুটি ওয়েব-ম্যাগাজিন, জয়ঢাক ও ম্যাজিক-ল্যাম্প-এর সঙ্গে। এই প্রথম বাংলা ভাষার তিনটি অন্যতম গুরুত্বপূর্ন ওয়েব-ম্যাগাজিন এক মঞ্চে একসাথে একস্বরে ঘোষণা করেছে বাংলা সাহিত্যের রূপান্তরিত মাধ্যমের জয়ধ্বনি।
আপনাদের জন্য রইলো আমাদের সংকলন প্রকাশ ও বাংলার তিন ওয়েব-ম্যাগাজিনের সমবেত অনুষ্ঠানের কিছু মুহূর্ত নিচের ভিডিও-টিতে।
Tags: কল্পবিশ্ব সম্পাদকমণ্ডলী, দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা, সেরা কল্পবিশ্ব-২০১৬
অনেক ধন্যবাদ আমাদের পাঠক বন্ধুদের, আমাদের সাথে থাকার জন্যে।