Tuesday, December 17, 2024
বিশেষ আকর্ষণ

শতাব্দীর সেরা সাক্ষাৎকার

6 thoughts on “শতাব্দীর সেরা সাক্ষাৎকার

  • গৌতম মন্ডল

    দারুন, দারুন!

    Reply
    • মোহাম্মদ সাইফূল ইসলাম

      অনেক কিছু জানলাম। খুবই চমৎকার হয়েছে। শুরু থেকেই হুকড হয়ে গেছি। কখন যে শেষ হয়ে গেল টেরই পাইনি।

      ক্যাম্পবেল যে নারী ও আফ্রিকান আমেরিকানদের প্রতি এমন ধারণা পোষণ করতেন শুনে অবাক হলাম। তবে শেষে ঠিকই বলেছেন, শেষপর্যন্ত তারা মানুষই ছিলেন।

      অনেক ধন্যবাদ এমন চমৎকার ও অভিনব একটি ইন্টারভিউ উপহার দেওয়ার জন্যে। শুভকামনা রইল।

      Reply
  • সাক্ষাৎকারটা পড়তে-পড়তে চমকে উঠছিলাম। আজ, এই একবিংশ শতাব্দীর তৃতীয় দশকেও বাংলায় জঁর ফিকশনের অবস্থাটা বোধহয় গার্নসব্যাক-কথিত অবস্থার চেয়ে খুব একটা বদলায়নি। আর আজও কল্পবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে ক্যাম্পবেলের মতো কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েই। তবে এই সাক্ষাৎকারের কেন্দ্রে আছে একটা প্রকাণ্ড আশাবাদ— চিনের পাশাপাশি বাংলা কল্পবিজ্ঞানও একদিন তুমুল জনপ্রিয়তা পাবে!
    চরৈবেতি।

    Reply
  • রাকেশকুমার দাস

    অসাধারণ ভাবনা ও উপস্থাপনা। হুগো গার্ন্সব্যাক, ক্যাম্পবেল ও অদ্রীশ বর্ধন – তিন জনই নিজেদের সময়ে পথিকৃৎ হিসেবে কাজ করেছেন, তাদের সাফল্য ও ব্যর্থতার খতিয়ানও প্রায় একই রকম – সেটা খোলামেলা আড্ডার মেজাজ ছাড়া প্রকাশ পেত না। সাইন্স ফিকশন যেভাবে ভবিষ্যতের মুখ চেনায়, এই সাক্ষাৎকারটিও ভবিষ্যৎ-সম্পাদনার গতি-প্রকৃতি চেনাতে পারে।

    Reply
  • প্রদীপ্ত

    ভীষন ভাল লাগল ।

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights