সায়েন্স ফিকসনের সুলুক সন্ধান
লেখক: কুণাল কর্মকার
শিল্পী: ইন্টারনেট
লেখক – কুণাল কর্মকার
১। আন্ডারগ্রাউন্ড এয়ারলাইন্স – বেন এইচ উইন্টার্স
২০১৬ সালে প্রকাশিত।
পৃষ্ঠ সংখ্যা – ৩২৭
প্রকাশক – মালহলান্ড (হ্যাচেট)
Kindle বা অন্যান্য e-book format এ পাওয়া যাচ্ছে।
ভাবুন তো আজকের দিনে যদি ক্রীতদাস প্রথা থাকত তাহলে তার স্বরূপ কেমন হত? সন্ধান পাবেন এই উপন্যাসটিতে। Alternate History যেখানে আমেরিকার গৃহযুদ্ধ হয়নি।
উপন্যাসটি ২০১৬ সালে Sidewise Award for Alternate History বিজেতা। টানটান thriller অথচ পড়তে পড়তে মন খারাপ লাগে।
২। ডার্ক ইডেন – ক্রীশ ব্রেকেট
২০১২ সালে প্রকাশিত।
পৃষ্ঠ সংখ্যা – ৪০০
প্রকাশক – কভার্স
Kindle বা অন্যান্য e-book format এবং পেপারব্যাক অনলাইনে পাওয়া যাচ্ছে।
উপন্যাসটি ২০১২ সালে Arthur C Clarke পুরস্কারপ্রাপ্ত।
একটি জনজাতির উপাখ্যান যাদের উৎপত্তি হয়েছিল অজানা গ্রহে ভেঙ্গে পড়া মহাকাশযানের বেঁচে যাওয়া দুই অভিযাত্রীর মিলনে। তাদের পৃথিবী মিথ কেন্দ্রিক জীবন, লোকাচার এবং তৈরী হওয়া অচলায়তনের বিরুদ্ধে কয়েকজনের বিদ্রোহ। World Building এবং Social Science Fiction এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
এই সিরিজের আরও দুটো বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। মাদার অফ ইডেন ও ডটার অফ ইডেন।
৩। দি ফোর্ট্রেস দি এন্ড অফ টাইম – জে এম ম্যাকডারমট
২০১৭ সালে প্রকাশিত।
পৃষ্ঠ সংখ্যা – ২৭২
প্রকাশক – টর কম
Kindle বা অন্যান্য e-book format এবং পেপারব্যাক অনলাইনে পাওয়া যাচ্ছে।
মহাকাশের বিশালতা, একটি স্পেস–ষ্টেশন ও একজন ক্লোনের একাকীত্ব এবং সবশেষে তার ব্যর্থ পালানোর চেষ্টা। সায়েন্স ফিকশন ট্র্যাজেডি বলতে পারেন, অসাধারণ।
Verge Magazine অনুযায়ী ২০১৭-র অন্যতম সেরা সায়েন্স ফিকশন উপন্যাস।
৪। সিক্স ওয়েকস – মুর ল্যাফারটি
২০১৭ সালে প্রকাশিত।
পৃষ্ঠা সংখ্যা – ৩৬১
প্রকাশক – অরবিট বুকস
Kindle বা অন্যান্য e-book format এবং পেপারব্যাক অনলাইনে পাওয়া যাচ্ছে।
মহাকাশ অ্যাডভেঞ্চার কাম ডিটেক্টিভ নভেল, যেখানে খুন হয়ে যাওয়া মহাকাশচারীদের ক্লোনরা খুঁজছে খুনীকে।
গল্পটি ২০১৮-র হুগো, নেবুলা এবং ফিলিপ কে ডিক পুরস্কারের জন্য মনোনীত।
৫। সি অফ রাস্ট – সি রবার্ট কারগিল
২০১৭ সালে প্রকাশিত।
পৃষ্ঠ সংখ্যা – ৩৮৪
প্রকাশক – হার্পা্র ভয়েজার
Kindle বা অন্যান্য e-book format এবং পেপারব্যাক অনলাইনে পাওয়া যাচ্ছে।
যুযুধান দুই AI এর মাঝখানে সাধারণ এক রোবটের বেঁচে থাকার লড়াই এবং জীবনের মানে খোঁজার গল্প। এ এমন এক পৃথিবী যেখানে রোবটদের সঙ্গে যুদ্ধে হেরে মানবজাতি লুপ্ত; তবু যুদ্ধ থেমে থাকে না, গোষ্ঠীবদ্ধ রোবটরা নিজেদের ধ্বংস করতে উদ্যত।
Financial Times এর মতে ২০১৭ র অন্যতম সেরা উপন্যাস।
৬। দি গন ওয়ার্ল্ড – টম স্যুইচারলিশচ
২০১৮ সালে প্রকাশিত।
পৃষ্ঠা সংখ্যা – ৪০০
প্রকাশক – জি পি পুটন্যাম এন্ড সন্স
Kindle বা অন্যান্য e-book format এবং পেপারব্যাক অনলাইনে পাওয়া যাচ্ছে।
সায়েন্স ফিকশন থ্রিলার যেখানে একটি খুনের তদন্ত করতে ডিটেকটিভ টাইম ট্র্যাভেল করে, আর সন্মুখীন হয় এক পৃথিবী বিধ্বংসী এক শক্তির। Hardcore Scifi, Horror এবং Murder Mystery-র এক অদ্ভুত মেলবন্ধন।
কঃ সঃ লেখাটি টাইপ করে আমাদের সাহায্য করেছেন দেবস্মিতা মিত্র।
Tags: কুণাল কর্মকার, গ্রন্থ সমালোচনা, তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা, পূজাবার্ষিকী, সমালোচনা