পাঠ প্রতিক্রিয়া: কল্পবিজ্ঞান সমগ্র ১
লেখক: অনির্বাণ ঘোষ (দীপ)
শিল্পী: টিম কল্পবিশ্ব
📕 বই : কল্পবিজ্ঞান সমগ্র ১
✍🏻 লেখক : শ্রী বিশ্বদেব মুখোপাধ্যায়
🖌️ প্রচ্ছদ : রাজীব দত্ত
🖨️ প্রকাশক : তবুও প্রয়াস
📄 পৃষ্ঠা : ৩২৮
💰 মুদ্রিত মূল্য : ₹ ৫৫০/- (হার্ডবাউন্ড)
🍂 বিষয়বস্তু :
শ্রী বিশ্বদেব মুখোপাধ্যায় মূলত একজন প্রাবন্ধিক ও কবি। কিন্তু তাঁর কলম থেকে বেরিয়েছে বেশ কিছু বিজ্ঞানভিত্তিক গল্প-উপন্যাস। পদার্থবিজ্ঞান নিয়ে তাঁর পড়াশোনার ছাপ তাঁর রচিত গল্প-উপন্যাসগুলোর মধ্যে পাওয়া যায়। এইরকম আটটি গল্প এবং চারটি উপন্যাস, যার মধ্যে একটি উপন্যাস দুটি পর্বে বিভক্ত – এই নিয়ে ‘কল্পবিজ্ঞান সমগ্র ১’ বইটি।
এতে রয়েছে :
গল্প
📌 ফ্লোরিন মন্ডলের তৃতীয় গ্রহে :
এক বিজ্ঞানীর পারমাণবিক অভিযানের কাহিনি।
📌 হাত :
স্টেবল ইকুইলিব্রিয়াম নিয়ে একটি গায়ে কাঁটা দেওয়া গল্প।
📌 ২০৮৪ :
স্পেস-টাইম বাদে ডিলিরিয়াম তত্ত্ব নিয়ে একটি গল্প।
📌 ঘোরানো সিঁড়ি :
স্পেস-টাইমের এক অদ্ভুদ খেলা নিয়ে লেখা গল্প। গল্পের কেন্দ্রে একটি রহস্যময় সিঁড়ি!
📌 ভূতুড়ে বাঁক :
অ্যাকস্টিক ক্লাউড এবং শব্দের প্রতিধ্বনি বিষয় করে লেখা একটি গল্প।
📌 অনুসরণ :
সময় ভ্রমণ নিয়ে একটি মনস্তাত্ত্বিক গল্প।
📌 একটি বিস্ফোরণের পরে :
সবুজ মানুষকে থিম করে লেখা একটা রহস্য কাহিনি।
📌 ম্যানোলিয়ার মূর্তি :
ইউটোপিয়ান ঘরানার একটি ভবিষ্যৎ পৃথিবীর কাহিনি।
উপন্যাস
📌 রইল বাকি এক :
একটি এসপিওনাজ থ্রিলার। তবে কাহিনির মধ্যে বৈজ্ঞানিক তথ্য এবং তত্ত্ব দুইই ব্যবহৃত হয়েছে। সাই-ফাই থ্রিলার এই উপন্যাস।
📌 সুড়ঙ্গ যেখানে শেষ :
প্যারালাল ইউনিভার্স / রিয়েলিটি নিয়ে লেখা এক সাই-ফাই থ্রিলার।
📌 পারপিচুয়াল মেশিন :
পার্পেচুয়াল মেশিনের তত্ত্ব বিজ্ঞানসম্মত নয়… এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সেই নিয়েই একটি জমজমাট সাই-ফাই থ্রিলার উপন্যাস।
📌 নিমো-পয়েন্ট অভিযান ১ ও ২ :
সমুদ্রে ভাসমান একটি হগস হেড থেকে মেলে বিজ্ঞানী গোলক বসুর ডায়েরি। সেই ডায়েরির বিবরণের মর্মোদ্ধার করে এক রোমাঞ্চকর সাই-ফাই থ্রিলার এই দুই খণ্ডের উপন্যাস।
🍁 প্রতিক্রিয়া :
‘কল্পবিজ্ঞান’ – সাহিত্যের এই বিভাগটি আমার মতে বেশ জটিল। কারণ সায়েন্স ফিকশন লেখা মোটেই সহজ বিষয় নয়! বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি—এই হল কল্পবিজ্ঞান। কিন্তু অনেকেই বিজ্ঞানের ‘ব’-তেও না গিয়ে শুধু কল্পনা প্রসূত কাহিনি লিখে তাকেই কল্পবিজ্ঞান বলে দাবি করেন! তবে এইসব so called সায়েন্স ফিকশনের ভিড়ে মাঝে মাঝেই কিছু মণিমুক্তো হাতে এসে পৌঁছয়। শ্রী বিশ্বদেব মুখোপাধ্যায় বিরচিত ‘কল্পবিজ্ঞান সমগ্র ১’ তেমনই একটি বই…
এই বইতে প্রথমেই যা দৃষ্টি আকর্ষণ করেছে, তা হল লেখকের ভাষা। বলে রাখি, এই বই দিয়েই বিশ্বদেববাবুর লেখার সঙ্গে আমার পরিচয়। যখন লেখক পরিচিতি ব্লার্ব থেকে পড়লাম, মনে হয়েছিল বোধহয় খুব নিরস বাক্য সঞ্চয়ন পড়তে হবে! কিন্তু আমি ভুল বুঝতে পারলাম পড়তে শুরু করার পর। এত সাবলীল এবং ঝরঝরে লেখার ধরণ, পড়তে খুব ভালো লেগেছে।
দ্বিতীয়ত, বিশ্বদেববাবু তাঁর বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনিগুলির মধ্যে বিজ্ঞানের যে সকল তথ্য দিয়েছেন, বা যেসব বৈজ্ঞানিক তথ্যনির্ভর করে গল্পটি গড়ে উঠেছে, প্রতি ক্ষেত্রেই তিনি একজন সাধারণ পাঠকের কথা মনে রেখে, সেই সকল জটিল বিষয়গুলির সরলীকরণ বিবরণ প্রদান করেছেন। যাদের পড়াশোনা বিজ্ঞান ক্ষেত্রে নয়, এই গল্প-উপন্যাসগুলি তারাও নির্দ্বিধায় পড়তে পারবেন।
তৃতীয়ত, বিশ্বদেববাবুর লেখার মধ্যে আমি একটা মৌলিক ধারা পেয়েছি। সব লেখা resolution নিয়ে শেষ হয়নি। তিনি অনেক ক্ষেত্রেই resoluion পাঠকের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি পাঠককে দায়িত্ব দিয়েছেন নিজের কল্পনার ডানা মেলে চিন্তা করতে শেষটা কী হতে পারে এটা ভাবার।
চতুর্থত, গল্প হোক বা উপন্যাস, বিষয় বৈচিত্র চোখে পড়ার মতন। একজন লেখক যে নিজেকে তাঁর লেখার বিচরণক্ষেত্র, তাঁর comfort zone থেকে বার বার বের করেছেন, সেটা লেখাগুলির বিষয়বস্তু পড়লেই বোঝা যায়। আর সবচেয়ে বড়ো কথা, প্রতিটি লেখার বিষয় চয়ন দুর্দান্ত। লেখাগুলি পড়তে পড়তে পাঠক নিজেকে হারিয়ে ফেলবে যেন!
সর্বোপরি, একথা আমি অবশ্যই বলব, শ্রী বিশ্বদেব মুখোপাধ্যায়-এর লেখাগুলি পড়ে আমার মনে হয়েছে, উনি একজন বলিষ্ঠ লেখক। গল্প বলার ধরণটা বড়ো সুন্দর। তাঁর প্রতিটি লেখার মধ্যে কল্পনা এবং বিজ্ঞানের যে সুমধুর মিলন প্রত্যক্ষ করেছি, তাতে সঙ্গতভাবেই বলতে হচ্ছে, এই লেখাগুলি সার্থক কল্পবিজ্ঞান। আশা রাখব এমন বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি বিশ্বদেববাবুর কলম থেকে আরও বেশি করে আসুক।
বিজ্ঞানের সঙ্গে দর্শনের মেলবন্ধন ঘটিয়ে মনস্তাত্ত্বিক পর্যায় নিয়ে যাওয়া কল্পবিজ্ঞান কাহিনির সংকলন এই বই। আমার মতে একটি ভীষণ আন্ডাররেটেড বই। সকলের পড়া উচিৎ। একটা ঘোর লেগে আছে আমার এখনো।
🌿 Final Verdict :
‘তবুও প্রয়াস’-এর আপ্তবাক্য ‘লেখক নয়, লেখাই মূলধন’, কথাটি সত্যি। বিশ্বদেব মুখোপাধ্যায়-এর ‘কল্পবিজ্ঞান সমগ্র ১’ পাঠ শেষ করার পরে আমার সর্বপ্রথম এটাই মনে হয়েছে। সত্যি, এই বইটির লেখাগুলিই সম্পদ। কল্পবিজ্ঞান সাহিত্যের একজন অনুরাগী পাঠক হিসেবে বলছি, এই লেখাগুলি অসামান্য। আমার মনে হয় বইটি সকলের পড়া উচিত। হাইলি রেকমেন্ডেড।
“কল্পবিজ্ঞান সমগ্র ১” বই প্রকাশ করেছে ‘তবুও প্রয়াস’। বইয়ের গুণগত মান, ছাপা, পৃষ্ঠা, বাঁধাই বেশ ভালো। তবে কিছু পৃষ্ঠায় ছাপার কালি ঝাপসা! যদিও এটা প্রকাশকের নয়, মুদ্রকের দোষ। তবু আমি প্রকাশকের কাছে আবেদন রাখব, ভবিষ্যতে এই দিকটি নজর করার জন্য। বইতে কয়েকটি মুদ্রণ প্রমাদ রয়েছে, তবে পাঠ প্রবাহে তা বাধা সৃষ্টি করেনি।