Wednesday, January 15, 2025
বড় গল্প

মাউন্ট শাস্তা

6 thoughts on “মাউন্ট শাস্তা

  • মোহাম্মদ সাইফূল ইসলাম

    আহা! জাদুকরী লেখা! কি বলবো ভেবে পাচ্ছি না। গল্পটা পড়ার পর থ মেরে বসে আছি আর ভাবছি, “এভাবেও ভাবা যায়?”

    মাঝেমধ্যেই সময় নিয়ে অনেক উদ্ভট ভাবনা জন্ম হয়। নিজেকে পাগল পাগল লাগে। প্রায়ই খেই হারিয়ে ফেলি। এই গল্পটা পড়ার পর সেইসব ভাবনায় নতুন পালক না কেবল, বলতে গেলে নতুন ডানা যুক্ত হলো।

    এমন একটা লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্যে লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। কল্পবিশ্বকেও অনেক ধন্যবাদ।

    Reply
  • সন্দীপন গঙ্গোপাধ্যায়

    কালাবর্ত্ম্যের বক্রতা গদ্যের নির্মেদ চরণে সপ্রাণ অবয়ব পেয়েছে। আধুনিক বিজ্ঞানে সময়ের যে দ্বান্দ্বিক চরিত্র প্রতিষ্ঠিত হয়েছে তাকে গল্পের শরীরে আত্তীকৃত করা মুন্সিয়ানার দাবী রাখে। শ্রী দীপেন ভট্টাচার্যের লেখনী বাংলা কল্পবিজ্ঞানে এক অনাস্বাদিতপূর্ব অক্ষর অভিযানের সাক্ষর। মুগ্ধ হয়েছি পাঠ অভিজ্ঞতায়।

    Reply
  • বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়

    এক অসামান্য কল্পবিজ্ঞান কাহিনি পড়লাম। লেখক দীপেন ভট্টাচার্যের লেখা আরও পড়তে চাই। কল্পবিশ্বকে ধন্যবাদ এমন একটা লেখা প্রকাশের জন্য।

    Reply
  • সুদীপ চ্যাটার্জী

    অসামান্য লেখা। এরকম লেখা ভাবতে বাধ্য করে প্রত্যেককে। সময়ের গতি আর ব্যবহার নিয়ে আমরা প্রায় কিছুই জেনে উঠতে পারিনি এখনও। লেখককে কুরনিশ জানাই।

    Reply
  • এই লেভেলের কল্পনাশক্তি, মনন ও প্রজ্ঞা… অভাবনীয়! কুর্নিশ জানাই লেখকের উদ্দেশে।

    Reply
  • Saikat VS

    লেখাটা ত দারুন হয়েছে। সাহিত্য গুণে অসাধারণ। কল্পবিজ্ঞানের দিক থেকে একটা খটকা লাগল, অবশ্য হতে পারে আমিই বিজ্ঞান আর কল্পবিজ্ঞানকে গুলিয়ে ফেলছি। তাই আগাম মার্জনা চেয়ে রাখলাম।
    ” যে মুহূর্তে আমি সরে যাই সেই মুহূর্তে সে আমার পূর্বতন জায়গায় তার ডান পা-টা রাখে। ”
    এটা কি করে সম্ভব? একটা টাইম ডাইমেনশন একটা স্পেস দিয়ে এগোচ্ছে আর সেই স্পেস দিয়েই আরেকটা টাইম ডাইমেনশন পিছিয়ে আসছে। তা’হলে দুটি ডাইমেনশনের একটিই (অমল A, অমল B) অবজেক্ট একই সময়ে দুটি আলাদা স্পেস পয়েন্টে পা রাখল কি করে?

    যা হোক, কাজকর্মের চাপে সাহিত্যচর্চা খুব কম হয়, তাই আমিই ভুল করে ফেলতে পারি, লেখক অনুগ্রহ করে কুন্ঠিত হবেন না।

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights