Sunday, November 17, 2024
উপন্যাস

হাতি

8 thoughts on “হাতি

  • Santwana Raychaudhuri

    বিশাল উপন্যাস। অসাধারণ ভালো লেখা। একেবারে আমাদের ছোটো বেলার প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা কে যেন জীবন্ত সৃষ্টি করা হয়েছে। খুব professional লেখা। প্রচুর তথ্যে ভরপুর। সমস্ত পৃথিবী টাই তো ঘোরা হয়ে গেলো। তাই মাঝে মাঝে যোগাযোগ রাখা একটু কঠিন। যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা তেমনি ভৌগলিক তথ্য সমৃদ্ধ । অনেক কিছু জানলাম চিনলাম। খুব ভালো লাগলো।

    Reply
  • ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়

    খুবই সুন্দর একটা প্যাস্টিশ পড়লাম। নিখুঁত ঘনাদা, এমনকি প্রেমেন্দ্র মিত্রের লেখার সুগন্ধসহ।
    অসাধারণ লাগল।

    তবে একটা খটকা আছে। ঘনাদা কখনও কোন বিজ্ঞানী সম্মেলনে বক্তৃতা দিয়েছেন কি? আমার স্মৃতি বলছে না।

    কিন্তু গল্পটা চমৎকার।

    Reply
    • Dr Sanat Kumar Banerjee

      ত্রিদিবেন্দ্রবাবু, আপনার সন্দেহ অমূলক নয় – সরাসরি ঘনাদা কোথাও বক্তৃতা দিয়েছেন – সেরকম আমিও অবশ্য পাই নি – তবে, “শিশি” গল্পে চারমূর্ত্তীর সুস্তেলের নাম দিয়ে কার্ড ছাপান যেখানে কলকাতায় সাইন্স কংগ্রেসের বিশেষ ভূগোল বৈঠকে ঘনাদার ভাষণ হবে আর চারজনের সবাই শুনতে যাবে – এসব নানা কথা আছে। সেটার ওপর ভিত্তি করে ঘনাদার বক্তৃতা দেবার ব্যাপারটা টানার ঐটুকু স্বাধীনতা নিয়েছি।

      Reply
  • Sujata Mukhopadhyay

    খুবই ভালো লাগল।ছোটবেলার মতো মাথা অত তাড়াতাড়ি চলছিল না কিন্তু পুরো ভূপ্রদক্ষিন হয়ে গেল।ইতিহাস, ভূগোল, হস্তীতত্ত্ব সব মিলেমিশে পারফেক্ট ঘনাদা।

    Reply
  • Partha De

    দারুণ লাগল। মনে হল যেন বাহাত্তর নম্বর বনমালী নস্কর রোডের মেসবাড়িতে বসেই ঘনাদার গল্প শুনছি। নিখুঁত প্যাস্টিশে। খুব উপভোগ করলাম। একটা জায়গায় দেখলাম হাতির ‘টাস্ক’-টাকে ক্যানাইন লেখা হয়েছে, ওটা কি ইনসিসর হবে?

    Reply
    • Dr Sanat Kumar Banerjee

      হ্যাঁ এটা আমারই ভুল – ওটা বেড়ে যাওয়া দ্বিতীয় ইনসিসর এবং ওপরের পাটির – ভুল ধরানোর জন্য ধন্যবাদ

      Reply
  • Himansu Chaudhuri

    খুবই উপভোগ্য লেখা। নিখুঁত যাকে বলে। ভালো লাগল স্যার।

    Reply
  • Debanjan Sur

    দারুণ উপভোগ করলাম । প্রেমেন্দ্র মিত্র-র আত্মা নিশ্চয়ই সনতবাবুর ওপর ভর করে এই গুল্পটি লিখিয়ে নিয়েছেন । “আরও ঘনাদা”-র অপেক্ষায় রইলাম ।

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights