মুখোমুখি – সোহম গুহ ও সৌম্য সুন্দর মুখোপাধ্যায়
লেখক: সাক্ষাৎকারে দীপ ঘোষ
শিল্পী: টিম কল্পবিশ্ব
কল্পবিশ্বের জন্মলগ্ন থেকে আমরা কল্পবিজ্ঞান লেখকদের সাক্ষাৎকার প্রকাশ করে চলেছি। মূলত বয়োজ্যেষ্ঠ লেখকদের সাথে নতুন ও আগামী প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া ও বাংলার কল্পবিজ্ঞানের ধারার একটি সুস্পষ্ট ইতিহাস তৈরি করে রাখার তাগিদেই এই ইন্টারভিউগুলি নেওয়া হয়েছে। এই সংখ্যাতেও আছে রাজকুমার রায়চৌধুরীর সাক্ষাৎকার, যিনি একদিক থেকে আশ্চর্য!, বিস্ময়! ও ফ্যান্টাসিটিকের মতো পত্রিকাতেও লিখেছেন, আবার এখন কল্পবিশ্ব ও জয়ঢাকের মতো পত্রিকাতেও লিখছেন। অন্যদিকে আমরা লক্ষ করেছি এই সময়ের বেশ কিছু তরুণ কলম উঠে আসছেন, যারা শুধু বাংলাতেই নয়, ইংরেজিতেও কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি লিখে সাফল্য পাচ্ছেন। নতুন কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি যারা লিখতে চান তাদের কাছে ইংরেজিতে লেখা আরেকটি বিকল্প পথ হতে পারে। এই মুহূর্তে অ্যাংলোফন সায়েন্স ফিকশনের দুনিয়ায় সংখ্যা লঘুদের কল্পবিজ্ঞানের প্রকাশ পাওয়ার সুযোগ অনেক বেশি। আমরা তাই এই সংখ্যায় সেরকমই দুজন লেখকের সাক্ষাৎকার নিয়েছি। সৌম্য সুন্দর মুখোপাধ্যায় মূলত ফ্যান্টাসি ও হরর গল্প লেখেন। তাঁর প্রলয়যোদ্ধা ফ্যান্টাসি সিরিজ ও ‘স্বর্গলোকের দরজা দিয়ে’ নামক গল্প সঙ্কলনের সঙ্গে অনেকেই পরিচিত। বাংলায় কল্পবিশ্বের মতো পত্রিকায় নিয়মিত লেখার পাশাপাশি তার ইংরেজিতে লেখা প্রকাশ পেয়েছে গ্যালাক্সিজ এজের মতো অনেক বিখ্যাত ফ্যান্টাসি ম্যাগাজিনে। সোহম গুহ মূলত কল্পবিজ্ঞান লেখেন। লেখা প্রকাশিত হয়েছে দেশ, উনিশ কুড়ি, কল্পবিশ্ব, কিশোর ভারতীর মতো পত্রিকায় নিয়মিত। আরশিমিডিস প্রকাশিত গল্পসংগ্রহ। এছাড়াও ইংরেজিতে লেখা গল্প প্রকাশিত হয়েছে গোলাঞ্চ সাউথ এশিয়ান সায়েন্স ফিকশন অ্যান্থোলজি সহ অনেক বইতেই। তার লেখা অনূদিত হয়েছে জাপানি, নরোয়েজিয়ান ও ইটালিয়ান ভাষাতেও। এই দুই লেখকের সঙ্গে খোলামেলা আড্ডায় বসলেন কল্পবিশ্বের সম্পাদক দীপ ঘোষ। কথার মধ্যে উঠে এলো কীভাবে তারা গল্পের প্লটের কথা ভাবেন। আলোচনা করলেন ইংরেজি ও বিদেশি ম্যাগাজিনে গল্প পাঠানোর নিয়ম কানুন। তবে আলোচনার সব থেকে জরুরি অংশ হল দুই লেখকই জানালেন শুধু সাফল্য নয় তাদের লেখালেখির ব্যর্থতার কথা। আজ যে সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে তারা পেয়েছেন তার পিছনে আছে নিরলস সাধনা ও অনেক প্রত্যাখ্যান। এই দুই লেখকের অভিজ্ঞতা আগামী প্রজন্মের লেখকদের সমৃদ্ধ ও উদ্বুদ্ধ করবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। সম্পূর্ণ সাক্ষাৎকারটি ইউটিউবে প্রকাশ করা হল।
https://www.youtube.com/watch?v=vygv8jaK5S0
আলোচনায় যে সাইটগুলির কথা বলা হয়েছে সেগুলির লিংক –
১) https://horrortree.com/
২) https://thegrinder.diabolicalplots.com/
৩) https://www.ralan.com/m.pro.htm