Tuesday, December 17, 2024
উপন্যাস

ঢেলা

One thought on “ঢেলা

  • Himansu Kumar Kundu

    যথার্থ ঘনাদা-শৈলীতে সত্যিই জব্বর এক ‘ঢেলা’ ছুঁড়েছেন পাঠকদের উদ্দে্শ্যে লেখক সনৎ কুমার ব্যানার্জ্জী তার লেখা এই উপন্যাসের (গল্প বা গুল !!) মাধ্যমে ৷
    মার্শাল আর্ট বা লড়াইয়ের কলাকৌশল, বিশেষ করে ভারত থেকে উদ্ভূত হয়ে চীন কোরিয়া ঘুরে জাপানে তাদের প্রচলনের ইতিহাস এই সব দেশে কিভাবে বৌদ্ধ ধর্মের প্রচারের সাথে সম্পর্কিত হলো অত্যন্ত মুন্সিয়ানার সাথে তা বিবৃত করা হয়েছে ৷ কাহিনীর অনুষঙ্গ হিসেবে প্রাচীন লিপি পাঠোদ্ধার বা প্যালিওগ্রাফি, মধ্য যুগের ভারতবর্ষ ও চীন কোরিয়া, জাপানের শাসন ব্যবস্থার বিস্তারিত বর্ণনাও উপস্থিত আকর্ষণীয়ভাবে ৷ রোমাঞ্চকর ঘাত প্রতিঘাতের বিবরণে রহস্যময়তার এমনই বুনোট – একবার পড়া শুরু করে আর থামতে পারিনি শেষ না হওয়া পর্যন্ত ৷
    মূল বিষয়বস্তুর একটু আভাসই উল্লেখ করলাম এখানে ৷ আরও বেশি জানালে ‘ঘনাদীয়’ কাহিনী পড়ার মজাই নষ্ট হয়ে যাবে ৷

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights