সম্পাদকীয়
লেখক: কল্পবিশ্ব
শিল্পী: টিম কল্পবিশ্ব
শরতের আকাশ মেঘমুক্ত। বাতাস শুষ্ক, হিমেল। রোদের তেজ নরম। এর মধ্যেই পুজোর আয়োজন। মা দুর্গা এসেছেন আমাদের মাঝে, কোলে কাঁখে লক্ষী সরস্বতী, কার্তিক আর গণেশকে নিয়ে। তাঁকে বরণ করতে দিকে দিকে শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যি বেজে চলেছে। আমরাও পিছিয়ে থাকি কেন? কল্পবিজ্ঞান আর ফ্যান্টাসির ঝুলি নিয়ে আমরাও তাই প্রস্তুত বাংলার পাঠকদের সামনে, সাহিত্যের অমৃতভাণ্ডারে সকলের সমান অধিকার। তবে গল্প, উপন্যাস কিংবা প্রবন্ধের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার আগে কয়েকটা জরুরি খবর দিয়ে যাই।
আপনারা সকলেই হয়তো অবগত আছেন, কল্পবিশ্বের সম্পাদকমণ্ডলী এবার বেজায় খুশি? আসলে হয়েছে কী, WORLDCON বলে এল বিশ্ববিখ্যাত সায়েন্স ফিকশন কনভেনশনে এবার তাঁরা যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। এবারের হোস্ট দেশ চিন। সেখান থেকেই সোজা আমন্ত্রণপত্র এসে উপস্থিত হয়েছে আমাদের কাছে। এর থেকে সম্মান আর গর্বের কিছু হয় কিনা জানা নেই। ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সায়েন্স ফিকশন অ্যাসোসিয়েসনের সেক্রেটারি ড. নরহরি এবং লেখক ড. অরভিন্দ মিশ্রকে যাঁরা পাশে থেকে আমাদের সাহায্য করে চলেছেন। আমাদের তরফ থেকে দীপ ঘোষ গেছেন বাংলা তথা ভারতের কল্পবিজ্ঞান কমিউনিটির মুখপাত্র হয়ে। নিদারুন ভালোবাসা আর যথেচ্ছ প্রশংসা জুটেছে তাঁর কপালে। ইতিমধ্যেই তাঁর সঙ্গে দেখা আর বন্ধুত্ব হয়েছে হুগো এবং নেবুলা জয়ী সব তাবড় লেখক, সম্পাদক এবং প্রকাশকদের। ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিনের সম্পাদক নীল ক্লার্ক, প্রখ্যাত কল্পবিজ্ঞান লেখক ও হুগো জয়ী রবার্ট সইয়ার, বিখ্যাত এসএফ অ্যাকটিভিস্ট রিভারফ্লো—দীপের সঙ্গে মোলাকাত হয়েছে এমন অনেক অনেক বিখ্যাত মানুষদের। তাঁদের হাতে বাংলার ও বাঙালির কল্পবিজ্ঞানচর্চার জ্বলন্ত অভিজ্ঞান হিসাবে তুলে দেওয়া হয়েছে সুমিত বর্ধন, সোহম গুহর বই। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে সত্যজিৎ রায় এবং অদ্রীশ বর্ধনের সাহিত্যকর্মও। তাঁরাও দীপকে দিয়েছেন অনবদ্য সব উপহার। সেসব নিয়ে সে হয়তো পরে বিস্তারিতভাবে লিখবে কোনো এক সংখ্যায়। তবে ঘরে বসে বাংলা সাহিত্যের বিশ্বময়তার পরিচয় পেয়ে ভীষণভাবে খুশি আমরা সকলেই।
আর সেই আনন্দের আতিশায্যে কল্পবিশ্বের এবারের শারদ সংখ্যায় গল্প, উপন্যাসের সংখ্যা আগের চাইতে আরও বেশি, আগের চাইতে আরও বর্ণময়। যে সমস্ত স্বনামধন্য শব্দশিল্পীরা তাঁদের মূল্যবান সময় খরচ করে পাঠকদের জন্য লেখা পাঠিয়েছেন তাঁদের জন্য রইল ধন্যবাদ আর শুভেচ্ছা। যাঁদের লেখা প্রথমবারের মতন জায়গা করে নিল আমাদের ওয়েবজিনে, তাঁদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর সেই সব পাঠক, যাঁরা চিরকাল আমাদের পাশে রইলেন, তাদের জন্য কী রইল? তাঁদের জন্য রইল, শব্দ গল্প গানে মুখরিত এক ‘আশ্চর্য’ এবং ‘ফ্যান্টাস্টিক’ দুনিয়ার আমন্ত্রণপত্র, যেখানে চোখ বন্ধ করলেই স্বপ্নের দেখা মেলে। কল্পগল্পের জগৎ দৃষ্টিতে ধরা দেয়। আমাদের মতন অলীকপুরের ভবঘুরেদের জন্য সেই বা কম কীসে?
Tags: অষ্টম বর্ষ দ্বিতীয় সংখ্যা, সম্পাদকীয়