কুইজ – ৬: অদ্রীশ কুইজ
লেখক: সৌমেন চট্টোপাধ্যায় ও অগ্নিভ চক্রবর্তী
শিল্পী: দেবজ্যোতি ভট্টাচার্য (চিত্রচোর)
কল্পবিশ্বের দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যার কুইজের সমস্ত সঠিক উত্তর দিয়েছেন
বৈশম্পায়ন শীল
(এই প্রথম বার কেউ কল্পবিশ্বের কুইজের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন)
এই সংখ্যার কুইজঃ
১. আমেরিকার এক বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক কলকাতার মার্কিন দূতাবাসে এসেছিলেন কেবলমাত্র অদ্রীশ বর্ধনের সাথে দেখা করতে। যখন অদ্রীশ বর্ধন তাঁকে প্রশ্ন করেন “কল্পবিজ্ঞান লিখতে গেলেন কেন ?” জবাবে লেখক বলেছিলেন “To inspire” কে ছিলেন এই মার্কিন কল্পবিজ্ঞান লেখক?
২. এইচ.পি.ল্যভক্রাফটের একটি পূর্ণাঙ্গ উপন্যাসের বাংলায় অনুবাদ করেছিলেন অদ্রীশ বর্ধন। এটিই হল বাংলায় প্রকাশিত ল্যভক্রাফটের একমাত্র অনুবাদ গ্রন্থ। উপন্যাসটির নাম কি?
৩. আলফ্রেড হিচককের বিশ্ববিখ্যাত সিনেমা “সাইকো” অবলম্বনে একটি অসাধারণ ভাবানুবাদ করেন অদ্রীশ বর্ধন। বইটির নাম কি?
৪. হলিউডে একটি সিনেমা তৈরি হয় বাস্তবের দুই অপরাধী জুটিকে নিয়ে। সিনেমাটি অসম্ভব জনপ্রিয়ও হয়। এই অপরাধী জুটির জীবনের সত্যি কাহিনী তুলে ধরেন অদ্রীশ বর্ধন। কি ছিল এই অপরাধী জুটির নাম?
৫. অদ্রীশ বর্ধন কোন তথাকথিত আত্মজীবনী লেখেন নি। কিন্তু তাঁর জীবনের এলোমেলো কিছু ঘটনা নিয়ে লিখেছিলেন একটি পূর্ণাঙ্গ উপন্যাস। বলা যেতে পারে এটিই তাঁর তথাকথিত আত্মজীবনী। বইটির নাম কি?
৬. প্রফেসর নাটবল্টু চক্র অদ্রীশ বর্ধনের এক অমর সৃষ্টি। মনমাতানো কল্পবিজ্ঞানের এই গল্পগুলিতে বিজ্ঞান ও পাঠকদের মধ্যে যোগসূত্র স্থাপন করত রগচটা এক চরিত্র দীননাথ নাথ। কিন্তু কৌতুকরসের জন্য ছিল আর এক অদ্ভুত গুলবাজ চরিত্র। কি নাম সেই চরিত্রের?
৭. বিখ্যাত গল্প ‘সবুজ মানুষ‘ নিয়ে লিখেছিলেন অদ্রীশ বর্ধন বাদে আরো ৩জন লেখক। তাঁরা কে কে?
৮. সত্যজিৎ রায়–এর সভাপতিত্বে অদ্রীশ বর্ধন কোন ক্লাবের প্রতিষ্ঠাতা–সম্পাদক হন?
৯. অদ্রীশ বর্ধনের ভাষায় “দীনানা” বলতে আমরা তাঁর কোন অবিস্মরণীয় সৃষ্টিকে বুঝি?
১০. অদ্রীশ বর্ধন সম্পাদিত ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকার নাম কি?
উত্তর পাঠানোর নিয়মাবলীঃ
সব কটি প্রশ্নের উত্তর সঠিক হলেই আপনার পাঠানো উত্তর গ্রাহ্য হবে।
উত্তর kalpabiswa.kalpabijnan@gmail.com এই ইমেল আইডি তে পাঠান।
ইমেলের সাবজেক্টে “KB Issue 2.2 Quiz” উল্লেখ করবেন।
প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে।
আগের সংখ্যার কুইজের উত্তরঃ
১) বিখ্যাত জাপানি কাইজু দানব গড্জিলার স্রষ্টা কে?
উঃ ১) বিখ্যাত কাইজু দানব গডজিলা-র স্রষ্ঠা তোমোইউকি তানাকা(Tomoyuki Tanaka) [ইশিরো হন্ডা, এইচি সুমুরায়া, তাকিয়ো মুরাতা, শিগেরু কায়ামা-র সাথে কোলাবরেশনে]।
২) ইউ-৭ ও ইউ-৯ একটি বিখ্যাত টেলিভিশন সিরিজের দুটি মুখ্য চরিত্রের কোড নম্বর। কোন সিরিজ ও কোন চরিত্র?
উঃ U7 ও U9, ১৯৬৭ সালে আত্মপ্রকাশ করা ‘তোকুসাৎসু’(Tokusatsu) জঁর-এর টিভি সিরিজ ‘জায়ান্তো রোবো’ (‘জনি সোকো অ্যান্ড হিজ ফ্লাইং রোবট’ নামে সিরিজটি অধিক পরিচিত) এর দুই চরিত্র। U7 হল জনি সোকো-র কোড নেম ও U9 হল তার জায়ান্ট রোবট-এর কোড নেম (UNICORN-নামক শান্তিরক্ষক সংগঠনের সদস্য হিসাবে তারা এরকম কোড নেম পেয়েছে)।
৩) নিচের ছবিটি কিসের ছবি?
উঃ ছবিটি চাইনিজ-অ্যামেরিকান সায়েন্স ফিকশন লেখক টেড চিয়াং এর লেখা ‘Story Of Your Life’- ছোটগল্পভিত্তিক এলিয়েন-ইনভেশন মুভি ‘Arrival’-এ প্রদর্শিত একটি এলিয়েন-অ্যালফাবেট এর। এটির অর্থ—‘Human’।
৪) ইওনাগুনি মনুমেন্ট কি ও কোথায় অবস্থিত?
উঃ ইওনাগুনি মনুমেন্ট হল সমুদ্রের তলদেশে অবস্থিত স্যান্ডস্টোন ও মাডস্টোন গঠিত আয়তাকার একটি শহরসুলভ গঠন যার মধ্যে গবেষকরা পিরামিড, দুর্গ, রাস্তা, সৌধ, স্টেডিয়াম ইত্যাদির আকার খুঁজে পেয়েছেন। ধারণা করা হয় এটি হারিয়ে যাওয়া পৌরাণিক ম্যু-মহাদেশ এর একটি অবশেষ। জাপানের রিউকিউ(Ryukyu) দ্বীপের দক্ষিণতম অংশে সমুদ্রের তলদেশে এটি অবস্থিত।
৫) এস এন ১৮৫, এস এন ১০০৬, এস এন ১০৫৪ – এই সংকেত গুলো কিসের সংকেত?
উঃ এস এন ১৮৫, এস এন ১০০৬, এস এন ১০৫৪—এগুলি বিভিন্ন Supernova-র সাংকেতিক নাম (১৮৫, ১০০৬, ১০৫৪ বলতে বোঝায় জুলিয়ান ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে অত-তম সালগুলিতে Supernova-গুলি আবির্ভূত হয়েছিল)।
৬) কল্পবিজ্ঞান সাহিত্য জগতের স্রেষ্ঠ সম্মান হুগো পুরষ্কার কার নামে নামাঙ্কিত?
উঃ কল্পবিজ্ঞান সাহিত্যে স্রেষ্ঠ সম্মান হুগো পুরস্কার, ‘Amazing Stories’ পত্রিকার প্রতিষ্ঠাতা হুগো জার্নসব্যাক-এর নামে নামাঙ্কিত।
৭) এইচ জি ওয়েলসের বাবা জোসেফ ওয়েলসও একটি বিশেষ কীর্তির জন্য ছেলের মতই খ্যাতি লাভ করেছিলেন। কি সেই কীর্তি?
উঃ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার জোসেফ ছিলেন প্রথম বোলার যিনি ফার্স্ট-ক্লাস ক্রিকেটে চার বলে চার উইকেট ফেলেছিলেন।
৮) WALL-E এর সম্পূর্ন নাম কি?
উঃ WALL-E এর সম্পূর্ণ নাম হল—‘Waste Allocation Load Lifter-Earth’ (class)।
৯) কোন বিখ্যাত চলচ্চিত্রের নাম প্রথমে রাখা হয়েছিল স্টার-বিস্ট?
উঃ ১৯৭৯ সালে মুক্তি পাওয়া পরিচালক রিডলি স্কটের সাই-ফাই হরর ফিল্ম ‘Alien’ এর নাম প্রথমে রাখা হয়েছিল ‘স্টার-বিস্ট’।
১০)এই ভয়ঙ্কর প্রানীটির দেখা কোথায় পেয়েছি আমরা?
উঃ এই ‘Demogorgon’ নামক ভয়ঙ্কর প্রাণীটির দেখা আমরা পাই সায়েন্স ফিকশন হরর ওয়েব-সিরিজ ‘Stranger Things’-এ।
Tags: অগ্নিভ চক্রবর্তী, ক্যুইজ, দেবজ্যোতি ভট্টাচার্য (চিত্রচোর), দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা, সৌমেন চট্টোপাধ্যায়
kalammdabul096@gmail.com