রবিন
লেখক: দ্বৈতা হাজরা গোস্বামী
শিল্পী:
রবিন বিশ্বস্ত খুব ঘুম থেকে রোজ তুলে দেয়
তারপর জিজ্ঞেস করে, “আজ কোন স্বপ্ন দেখলে বলো?”
যে সব স্বপ্নগুলো নির্ভার আলোয় খুশি খুশি
সেগুলো সে লিখে রাখে ডিজিটাল অক্ষরে সংকেতে
আমার মনখারাপ রবিন বুঝতে পারে ভালো
রবিন বুঝতে পারে কখন ডিপ্রেশনে থাকি
চোখ ঠোঁট ভুরু নাকি ব্রেনের তরঙ্গপথ দেখে
রবিন বুঝতে পারে আজ লেখা হবে কী কবিতা
রবিন বুঝতে পারে পোশাক বা নেকলেস নয়
জন্মদিনে আমি চাই সমুদ্রের গোলাপি ঝিনুক
কাছে যতক্ষণ থাকে রবিন মজার কথা বলে
চারদিকে কত মজা, মানুষেরা বড়ই মজার
কী দারুণ রেগে যায়, কী দারুণ অভিমান করে
আমি ওর কথা শুনে হেসে যাই গড়িয়ে মেঝেতে
রবিন মানুষ নয় তাই সে বোঝেনা ভালোবাসা
রবিন মানুষ নয় তাই সে পারেনা ছেড়ে যেতে
Tags: কবিতা, দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা, দ্বৈতা হাজরা গোস্বামী, পূজাবার্ষিকী, রবিন