ময়ূখ চৌধুরী, গৌতম কর্মকার এর ঘরানার বাংলা কমিক্সের স্বাদ দিরে পেলাম। কন্টেন্ট অসামান্য, ছবিগুলোও বেশ ভালো একেই আর একটু ভিস্যুয়ালি স্টানিং করে দিতে পারলেই বলব আন্তর্জাতিক মানে পৌছেন যাবে। পরবর্তী কমিক্সের জন্য এখন থেকেই অপেক্ষায় রইলাম।
ছবি দেখে চোখ জুড়িয়ে গেল। সত্যিই যেন ছোটবেলার সেই গৌতম কর্মকার, দিলীপ দাস, ময়ুখ চৌধুরীদের হারানো কমিকস জগতে ফিরে গিয়েছিলাম। শিল্পীর কাছে প্রত্যাশা চরম হল। অপেক্ষায় থাকব পরবর্তী কমিকসের।
যে কোনো হাতে গড়া জিনিস যখন অনেক লোকের ভালোবাসা পায়, সৃষ্টি যখন স্রষ্টার পরিচিতি হয়, এর থেকে আনন্দের বোধহয় আর কিছু হতে পারেনা। সবার appreciation-এ আরো ভালো কাজ করার উৎসাহ পেলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Labainkar hroder dano. Asadharon adventure. Pore khub valo laglo.
এমন কমিক্স আগে পড়িনি,শিহরিত হলাম!
Excellent work, remind me work of great Goutam Karmakar!
অনবদ্য লেগেছে৷ছবি ও গল্পদুটৌই৷আরো চাই৷
ময়ূখ চৌধুরী, গৌতম কর্মকার এর ঘরানার বাংলা কমিক্সের স্বাদ দিরে পেলাম। কন্টেন্ট অসামান্য, ছবিগুলোও বেশ ভালো একেই আর একটু ভিস্যুয়ালি স্টানিং করে দিতে পারলেই বলব আন্তর্জাতিক মানে পৌছেন যাবে। পরবর্তী কমিক্সের জন্য এখন থেকেই অপেক্ষায় রইলাম।
ছবি দেখে চোখ জুড়িয়ে গেল। সত্যিই যেন ছোটবেলার সেই গৌতম কর্মকার, দিলীপ দাস, ময়ুখ চৌধুরীদের হারানো কমিকস জগতে ফিরে গিয়েছিলাম। শিল্পীর কাছে প্রত্যাশা চরম হল। অপেক্ষায় থাকব পরবর্তী কমিকসের।
অনবদ্য
যে কোনো হাতে গড়া জিনিস যখন অনেক লোকের ভালোবাসা পায়, সৃষ্টি যখন স্রষ্টার পরিচিতি হয়, এর থেকে আনন্দের বোধহয় আর কিছু হতে পারেনা। সবার appreciation-এ আরো ভালো কাজ করার উৎসাহ পেলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ।