অনীশ দেব ও সৈকত মুখার্জির সাক্ষাৎকার
লেখক:
শিল্পী:
কল্পবিশ্বের তরফ থেকে আমরা ক’জন জড়ো হয়েছিলাম রাজাবাজার সাইন্স কলেজে প্রফেসর ও সাহিত্যিক শ্রী অনীশ দেবের ঘরে। অনীশবাবুর সঙ্গে পেয়ে গেলাম সাহিত্যিক শ্রী সৈকত মুখোপাধ্যায়কে। তারপরের তিন ঘন্টা চলল কল্পবিজ্ঞান চর্চা, কল্পবিজ্ঞানের ইতিহাস থেকে শুরু করে আশ্চর্য পত্রিকা, অদ্রীশ বর্ধন, সিদ্ধার্থ ঘোষ থেকে আজকের কল্পবিজ্ঞান- কিছুই বাদ গেল না।
আর এর মাঝে মাঝে আমরা অনীশবাবু আর সৈকতবাবুর থেকে জেনে নিলাম সফল কল্পবিজ্ঞান লেখার কলা কৌশল। সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশ পেল কল্পবিশ্বের দ্বিতীয় সংখ্যায়।