Skip to contentবাংলা কল্পবিজ্ঞান নিয়ে তৈরি হচ্ছে দ্বিভাষিক তথ্যচিত্র। আজ ডাক পড়েছিল টিম ‘কল্পবিশ্ব’-র। ক্যামেরা আছে সেকথা বেমালুম ভুলে কাপের পর কাপ চা-কফি আর চিপস সহযোগে আমরা দেদার আড্ডা দিলাম বাংলা কল্পবিজ্ঞানের একাল-সেকাল নিয়ে। দারুণ কাটল সময়টা। শ্যুটিং হল সুলেখার ‘ক্যাফে কবীরা’তে। |
error: Content is protected !!