প্রকাশিত হল কল্পবিশ্ব উপন্যাস পর্ব ১
লেখক:
শিল্পী:
দেখতে দেখতে কল্পবিশ্ব পড়ল তৃতীয় বছরে। গত দুই বছরে ওয়েব-ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে দুটি প্রিন্টেড সংকলনও প্রকাশ পেয়েছে। সেরা কল্পবিশ্ব ২০১৬ এবং ২০১৭। পর পর দুই বইমেলায় দুটি বই প্রকাশিত হয়েছে প্রতিশ্রুতি প্রকাশন থেকে শ্রী রণেন ঘোষের সম্পাদনায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইলেকট্রনিক মাধ্যমে আমরা এনেছি কল্পবিশ্ব ওয়েব-ম্যাগাজিনের বিভিন্ন ইস্যু এবং অন্যান্য বইয়ের ইপাব ও মোবি ইবুক। পাশাপাশি আমরা প্ল্যান করতে থাকি প্রিন্ট মাধ্যমে বই প্রকাশ করার পুরো পদ্ধতিটি হাতেকলমে শেখার। তারই ফলশ্রুতি হিসেবে তৈরি হল কল্পবিশ্ব পাবলিকেশনস যা প্রিন্ট মাধ্যমে বাংলায় কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি এবং হরর বই তুলে দেবে পাঠকের হাতে। কল্পবিশ্ব পাবলিকেশনের প্রথম নিবেদন কল্পবিশ্বের ছয়টি নভেলার সংকলন। বইটি প্রকাশের জন্যে আমরা কৃতজ্ঞ থাকব শ্রী রণেন ঘোষ ও শ্রী দেবজ্যোতি ভট্টাচার্যের কাছে। রণেনবাবু আমাদের উপর ভরসা করে দায়িত্ব দিয়েছেন এই বইটির সম্পাদনা ও প্রকাশনার। সঙ্গে তাঁর একটি নভেলাও সংকলিত করার অনুমতি দিয়েছেন। দেবজ্যোতিবাবু পাশে বসে শিখিয়েছেন সম্পাদনা ও বই তৈরির নিয়ম-কানুন, অনুবাদ করে দিয়েছেন একটি অত্যন্ত উচ্চমানের কল্পবিজ্ঞান। বইটির পরিকল্পনার সময় থেকেই আমাদের ইচ্ছে ছিল অলংকরণ যেন যথাযত হয়। শিল্পী শ্রী জয়ন্ত বিশ্বাস অনেক সময় দিয়েছেন এই ছয়টি অলংকরণের জন্যে। যেহেতু প্রতিটি গল্পের মেজাজ ভিন্ন, আমাদের দাবী ছিল অলংকরণের চরিত্রও যেন ভিন্ন হয়। শ্রী বিশ্বাসের প্রতিটি ছবি গল্পগুলিকে ভিন্ন মাত্রা দিয়েছে। প্রুফ সংশোধন করেছেন শ্রী সংকল্প সেনগুপ্ত ও অঙ্কিতা। প্রচ্ছদ পরিকল্পনায় সাহায্য করেছেন শ্রী দেবজ্যোতি ভট্টাচার্য্য। বইয়ের প্রোডাকশন নিয়ে বেশ চিন্তায় ছিলাম প্রথম থেকেই। এই ব্যাপারে সাহায্য করতে এগিয়ে এলেন খোয়াবনামা এবং তার কর্ণধার রাজা পোদ্দার। ফোন করে ধরিয়ে দিলেন বেশ কিছু ভুলভ্রান্তি। সেগুলো কারেকশন এর পরে পাণ্ডুলিপি গেল প্রিন্টিং এ। বাইন্ডিং এর পরে বেশ কম সময়ের মধ্যেই হাতে তুলে দিলেন দুর্দান্ত কোয়ালিটির কল্পবিশ্ব উপন্যাসপর্বের প্রিন্টেড কপিগুলি। সব শেষে ধন্যবাদ জানাই কল্পবিশ্বের সমস্ত লেখক ও পাঠককে যাদের অকুণ্ঠ সাহায্য ও সমর্থন ছাড়া এই বইটির প্রকাশ সম্ভব ছিল না। |
দেখতে দেখতে কল্পবিশ্ব পড়ল তৃতীয় বছরে। গত দুই বছরে ওয়েব-ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে দুটি প্রিন্টেড সংকলনও প্রকাশ পেয়েছে। সেরা…
Posted by কল্পবিশ্ব – Kalpabiswa on Tuesday, 9 October 2018