ফ্র্যাঙ্কেনস্টাইন ২০০ বইটির প্রকাশ
লেখক:
শিল্পী:
একটু দেরিতে হলেও এসে গেল কল্পবিশ্বের তৃতীয় নিবেদন – ‘ফ্র্যাঙ্কেন্সটাইন ২০০’। কলকাতার প্রথম কল্পবিজ্ঞান সম্মেলন ও মেরি শেলির অনন্য সৃষ্টি এবং প্রথম আধুনিক কল্পবিজ্ঞান ফ্র্যাঙ্কেনস্টাইন; অর, দ্যা মডার্ন প্রমিথিউস এর ২০০ বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে এই বইটি কল্পবিশ্ব প্রকাশনার তরফ থেকে। বইটিতে আছে ফ্র্যাঙ্কেনস্টাইনের থিমের উপর মৌলিক বাংলা কল্পবিজ্ঞান, অনুবাদ, বিশ্লেষণ মূলক প্রবন্ধ ও প্রচুর জানা অজানা তথ্য। যে কোনও কল্পবিজ্ঞান ও সাহিত্যপ্রেমীর কাছে অমূল্য ও সংগ্রহযোগ্য এই বইটি সম্পাদনা করেছেন সন্তু বাগ ও সন্দীপন গঙ্গোপাধ্যায়। পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে অরণ্যমন ও কল্পবিশ্ব ওয়েবস্টোরে। |
একটু দেরিতে হলেও এসে গেল কল্পবিশ্বের তৃতীয় নিবেদন – 'ফ্র্যাঙ্কেন্সটাইন ২০০'। কলকাতার প্রথম কল্পবিজ্ঞান সম্মেলন ও মেরি…
Posted by কল্পবিশ্ব – Kalpabiswa on Thursday, 6 December 2018