রোবোটিক লিমেরিক
(১)
রোবট গড়েছে নিজে, প্রফেসর সবিতা,
খুঁজে পায় যা কিছু ব্রেনে গাঁথে সবই তা।
একদিন কাজ শেষে,
রোবটটা বলে বসে,
বাকি সব বুঝলেও, বুঝিনিকো কবিতা।
(২)
শাকচুন্নি বলল কেঁদে, ভূতের রাজার দ্বারে,
চাপতে নাকাল হচ্ছি ভীষণ, মানুষগুলোর ঘাড়ে।
গড়ছে তারা রোবট যত,
দেখতে ঠিকই তাদের মতো,
কোনটা রোবট, কোনটা মানুষ, বুঝব কেমন করে?
(৩)
উন্নত এক যুগের কথা, একুশ হাজার কুড়ি,
শৈশবটা হারিয়ে গেছে, হঠাৎ গেছে চুরি।
Read More