ব্যোমযাত্রীর ডাইরি
দিগন্ত বলে কিছু নেই,
শুধু চোখ থেকে ছুটে যায় আলো,
ক্রমশ হয়ে যায় ফিকে,
আমি ছুটছি, আর ছুঁইছি গতিবেগ
অন্ধকূপের দিকে।
এই যে সময় থমকে আছে
প্রভুভক্ত হাতের ঘড়ি
এই অক্সিজেন হয়তো তোমার
কিন্তু ভালোবাসা ওরই।
আলোর সাথে পাল্লা দিয়ে
ছুটছে মহাকাশযান,
তবু অন্ধকূপে আলো বেঁকে
জমায় কিসের, কি অভিমান?
সেই অভিমান জমতে জমতে
টাইম মেশিনের বক্ষে,
আমার অতীত স্পষ্ট হল
দারুণ সময় অক্ষে।
স্পষ্ট হল, নষ্ট হল
পিছনফেরা জীবন,
Read More