স্মৃতির কুহকজাল
পার করে কোন দূরের চর্তুদশক,
এলেম যেথায় সবুজের অশোক,
রেখেছিলেম মোরা পায়ের চিহ্ন,
জীবন – বৃত্তের কোনো বিন্দুতে,
সময়ের এক অপরাহ্ণে,
আমার সেদিনের জন্ম –পরিচয়,
যেখানে দিল এক উষ্ণ হৃদয়!
মুহূর্তের বাঁকে,
পটভূমির আঁকে,
দিনের সীমান্তে,
অভীষ্টের সীমন্তে,
ধাঁধাঁর মিলনান্তে,
কোন সে প্রান্তে!
বিভ্রান্তির শেষে,
জ্ঞানগর্ভের তুষে,
গিরিসঙ্কটের আকর্ষণে,
শূণ্যের পথে ধায় প্রাচীনের রণ,
Read More