জলের মতো সহজ লিমেরিক
(১)
ডক্টর রায় খোঁজ চালিয়ে আকাশগঙ্গা জুড়ে,
নতুন গ্রহ পেলেন খুঁজে আলোকবর্ষ দূরে।
কিন্তু আরও রিসার্চ করে,
দেখেন গ্রহ গ্যাসেই ভরে,
জল নেই, তাই হতাশাতে চশমা ফেলেন ছুড়ে।
(২)
মহাকাশে ঘুরতে ঘুরতে ফাইটার স্পেসবোটে—
আলফা গ্রহের সৈন্যরা সব পৃথিবীতেই জোটে,
যদিও দ্যাখে নীল রং তার,
সেনাপতির মুখ হয় ভার,
বলেন রেগে, “জল থাকলে প্রাণ থাকে না মোটে।”
Read More