ধেনোদার সময়যাত্রা: দ্য বাটারফ্লাই এফেক্ট
হিরামন
‘কালে কালে নাবিক, যাজক,
বণিক আর পরিব্রাজক মিলে
পশ্চিমে মানুষগুলো
দেশটাকে চিবিয়ে থু’লো গিলে।
সেই গামা যে ভাস্কো দা
সে-ই হল পালের গোদা, ধাড়ি!
দেখি গিয়ে একটু যাতে
তার আসা আটকাতে পারি!’
এই বলে তিক্তপ্রাণে
ধেনোদা সময়যানে চড়ে
ধাঁ করে পনেরো শতক
গিয়ে খেল পালটি কতক পড়ে।
চেয়ে দ্যাখে আরব সাগর
ডিঙি যেন দুলছে নাগর দোলা
কোনোমতে বেঁচে গেছে জান
টঙে এক সফেদ নিশান তোলা,
Read More