Tuesday, January 21, 2025
গল্প

উদ্যোগপর্ব

8 thoughts on “উদ্যোগপর্ব

  • সুদীপ চ্যাটার্জী

    আমি বাকরুদ্ধ। বাংলায় এই গল্প পড়তে পাওয়ার মতো সৌভাগ্য হবে, সত্যিই ভাবিনি। পায়ের ধূলো নেবেন স্যার।

    Reply
    • দেবজ্যোতি

      😁পায়ের ধুলো নেব, তবে একদিন সেজন্যে আপিসে পায়ের ধুলো দিতে হবে যে মশাই😁
      ( ভালো খাওয়াদাওয়ার আশ্বাস সহ)

      Reply
    • Dayak Dutta Choudhury

      দমবন্ধ করে পড়লাম, বাংলা কল্পবিজ্ঞানের জগতে আরেকটা গর্ব করার মত রত্ন সংযোজিত হল। অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইল।

      Reply
  • Partha De

    ব্রিলিয়ান্ট! জাস্ট ব্রিলিয়ান্ট! গল্পটা পড়ে জাস্ট হেলে গেছি। ব্যাপক! উফ, এরকম গল্প যদি কখনও লিখতে পারি নিজেকে ধন্য মনে করব। তবে এইধরনের কাহিনিই আপনার ইউএসপি, দেবজ্যোতিদা! কুর্নিশ।

    Reply
  • মোহাম্মদ সাইফূল ইসলাম

    স্তব্ধ হয়ে গেলাম! গল্পটি পড়ার পর কিছুক্ষণ চুপ করে বসে ছিলাম। এতো উচ্চমাত্রার কল্পগল্প পড়তে পারবো ভাবতেই পারছি না।

    যেমন পরিপক্ব ওয়ার্ল্ড বিল্ডিং; তেমন ভাষার দক্ষতা সবকিছুকে ছাপিয়ে গেছে গল্পে উঠে আসা ফিলোসোফি!

    এমন একটা কল্পগল্প লিখার জন্যে সারাজীবন সাধনা করতেও রাজি আছি। একেবারে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন গল্পটিকে। এপর্যন্ত আমার পড়া সেরা কল্পগল্পের একটা হয়ে থাকবে এটা।

    অকৃত্রিম শুভেচ্ছা রইলো।

    Reply
  • Amitabha Rakshit

    দেবজ্যোতিবাবু – এই গল্পটা একেবারে অসাধারণ! পড়ে যেন আশ মিটছিল না – বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল!!! এর পরের অধ্যায়ের আশায় রইলাম। এত উচ্চ মানের ছোট গল্প বেশী চোখে পড়েনা চট করে। অনেক ধন্যবাদ।

    Reply
  • Pradipta Bhakta

    অসাধারণ অসাধরণ। কল্পনাকে সুষ্ঠ মার্জিত রূপ দিয়ে দৌড় করিয়েছে কিন্তু লাগাম হাতছাড়া হয়নি । বক্তব্য আছে নীতিকথা নেই। কল্পনা আর বাঁধুনির এক চমৎকার মিশেল। অনেক ধন্যবাদ এরকম একটা লেখা উপহার দেবার জন্য।

    Reply
  • Sourav Roy

    দারুণ লেখা। সময় যায়, মানসিকতার বদল হয়না।

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights